চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ২১:২৮

চাঁদপুর সদর উপজেলায় পারিবারিক কলহে স্ত্রী বেবী বেগমকে কুপিয়ে হত্যা করেন স্বামী খোরশেদ আলম পাটওয়ারী। পরে খোরশেদ আলম আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দিলে মুখমণ্ডল ও মাথা ফেটে মারা যায়। পুলিশ পৃথক ঘটনাস্থল থেকে উভয়ের লাশ উদ্ধার করে।

রবিবার ভোরে উপজেলার গুলিশা গ্রামের পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। বেবী ও খোরশেদ দম্পত্তির তিন কন্যা সন্তান রয়েছে। তাদের সবাই বিবাহিত।

বেবী বেগমের বড় ভাই মফিজুল ইসলাম জানান, ‘সকালে আমার ভাগ্নি ফোন করে বলে তার পিতা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিক সদর হাসপাতালে এসে দেখি খোরশেদের লাশ পড়ে আছে। পরে ইউপি সদস্য ফোন দিলে তিনি জানান, স্ত্রী বেবীকে কুপিয়ে হত্যা করে খোরশেদ আত্মহত্যা করেছেন।’

মফিজুল ইসলাম অভিযোগ করেন, ‘তার বোনের মৃত্যুটি পরিকল্পিত। বোনকে এর আগেও পারিবারিক কলহে মারধর করেছেন খোরশেদ। ’

বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে খোরশেদ আলমের বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ পাই। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার ও এলাকার লোকজনকে নিয়ে ঘরের দরজা খুলে দেখি একটি লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে খোরশেদ স্ত্রীকে হত্যা করে ট্রেনে নিচে পড়ে আত্মহত্যা করেছে । কি কারণে হত্যা এবং আত্মহত্যা করেছে তা যাচ্ছে না। ’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাসিম উদ্দিন জানান,‘দুপুরে ঘটনাস্থল থেকে বেবী বেগমের লাশ উদ্ধার করেছি এবং খোরশেদ আলমের লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে আইনানুনগ ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :