ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা না ফেলার দাবি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ২২:৫৬

জামালপুরের মেলান্দহে ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনার ফেলার ডাম্পিং স্টেশন না করা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মেঘারবাড়ি গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ।

রবিবার অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে মাওলানা আব্দুল কদ্দুছ, জিয়া উদ্দিন, সোনাহার আলী ও বিজলী আক্তার বক্তব্য দেন।

বক্তারা বলেন, মেলান্দহ পৌর মেয়র জনবসতিপূর্ণ মেঘারবাড়ি গ্রামে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য স্থান নির্ধারণ করেন। ঘনবসতিপূর্ণ এই গ্রামে ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে পরিবেশের মারাত্মক ক্ষতিসহ স্বাস্থ্যঝুকিঁতে পড়বে স্থানীয়রা। তারা অবিলম্বে পৌর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাতিল করা হোক।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :