নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ২২:৫৯

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে টোকিও ফুড (কারখানা) ও বনফুল অ্যান্ড কোং’কে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে অভিযোগের ভিত্তিতে পুরাতন কলেজ এলাকার টোকিও ফুড কারখানায় অভিযান পরিচালনা করা হয়। খাবার তৈরির পরিবেশ স্যাঁত স্যাঁতে (ভেজা ফ্লোর) অপরাধে টোকিও ফুড কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, জেলা শহরে বনফুল অ্যান্ড কোং এ অভিযান চালিয়ে পণ্যের গায়ে মূল্য না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রদর্শন, ফ্রিজে কাচা-পাকা খাবারের মিশ্রণ, কিচেনে স্যাঁতে স্যাঁতে ফ্লোর ও বর্জ্য নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :