সুপার ওভারে গড়াল ফাইনাল ম্যাচ

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ০০:০৫ | আপডেট: ১৫ জুলাই ২০১৯, ০০:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল। শেষ বলেও নির্ধারিত হলো না চ্যাম্পিয়ন দল। যার ফলে ম্যাচ গড়াল সুপার ওভারে। এখন সুপার ওভারের মাধ্যমেই নিশ্চিত হবে কার ঘরে উঠবে বিশ্বকাপের শিরোপা। রবিবার লর্ডসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরে ৫০ ওভারে ২৪১ রান করে অলআউট হয় ইংল্যান্ড।

লর্ডসে সকাল থেকে বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হয় খেলা। বৃষ্টিভেজা উইকেটে ইংলিশ পেসারদের দাপুটে বোলিংয়ের সামনে রান করতে হিমশিম খায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে উইকেটে ৮ রান ২৪১ সংগ্রহ করে কিউইরা।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার হেনরি নিকোলস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন টম লাথাম। ইংল্যান্ডের বোলারদের মধ্যে লিয়াম প্লানকেট ৩টি, ক্রিস ওয়েকস ৩টি, জফরা আর্চার ১টি ও মার্ক উড ১টি করে উইকেট শিকার করেন।  

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এসইউএল)