হাওড়া নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ১০:৪৩

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলার মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের এসব গ্রাম প্লাবিত হয়।

বন্যার পানিতে প্লাবিত গ্রামগুলোর মধ্যে রয়েছে ধাতুর পহেলা, আদমপুর, নুনাসার, বচিয়ারা, কুসুমবাড়ি, তুলাবাড়ি, রাজেন্দ্রপুর, ইটনা, আইড়ল ও নতুনপাড়া। পানিতে ওইসব গ্রামের জমিসহ অন্তত পাঁচ শতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার (ভূমি) মো. একে এম শরীফুল হক, ক্ষতিগ্রস্ত বাঁধ ও এলাকা পরিদর্শন করেছেন। তাৎক্ষনিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে উপজেলার ১৫টি গ্রামে পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। আমরা সতর্ক আছি। প্রয়োজন অনুযায়ী সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/১৫এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :