মেহেরপুরে বাস বন্ধে দুর্ভোগ চরমে

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ১২:১৭

বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরে টানা পঞ্চম দিনের মত আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মোটর শ্রমিকদের ডাকে বৃহস্পতিবার সকাল থেকে চলছে মেহেরপুর আন্তঃজেলা বাস ধর্মঘট। এরই ধারাবাহিকতায় সোমবার সকালেও মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কসহ আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

বাস বন্ধের ফলে সড়ক ভরে গেছে অবৈধ যানবাহনে। প্রয়োজনে তাগিদে এসব ঝুঁকিপূর্ণ যানবাহনে গন্তব্য যেতে হচ্ছে যাত্রীদের।

টানা চার দিন ধরে বাস চলাচল বন্ধ থাকলেও এখন পর্যন্ত দু-পক্ষের সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারেনি স্থানীয় প্রশাসন।

ট্রিপ কমানোর দাবিতে গত ১১ জুলাই থেকে জেলায় আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালক শ্রমিকরা।

ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :