৩০ কোটি স্মার্ট মিটার বসাবে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ১১:৫৫

বিদ্যুতের খরচ কমাতে এবং এই খাতকে চাঙ্গা করতে ভারতজুড়ে ৩০ কোটি স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা করছে মোদি সরকার। সকল বাড়ি এবং ব্যবসাকেন্দ্রে এটি বসানো হবে। আগামী তিন বছরের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়নের সিন্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ৩০ কোটি স্মার্ট মিটার বসানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ইতিমধ্যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয় মিটার নির্মাণকারী বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে। বিদ্যুতে স্মার্ট মিটার বসানো হলে বিদ্যুৎ ব্যবহার ক্ষেত্রে যেমন নজরদারি বৃদ্ধি করা সম্ভব, তেমনই বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে বলে মনে করছেন অনেকে।

দীর্ঘদিন ধরেই স্মার্ট মিটারের পক্ষে বিভিন্ন বক্তব্য দিচ্ছে মোদি সরকার। জানা গেছে, সরকারের প্রাথমিক হিসাবে একটি স্মার্ট মিটারের খরচ প্রায় দুই হাজার টাকা। সেই হিসাবে ৩০ কোটি স্মার্ট মিটার বসাতে মোট খরচ হতে পারে ৬০ হাজার কোটি টাকার মতো। যদিও এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ভারত সরকার।

ঢাকা টাইমস/১৫জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :