নিউজিল্যান্ডকে রানির সমবেদনা

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ১৪:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গতকাল ক্রিকেটের মক্কা লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতায় প্রশংসায় ভেসে যাচ্ছে এউইন মরগ্যানের দল। চারদিক থেকে একের পর শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছে গোটা দল। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও সেই তালিকা থেকে বাদ গেলেন না। বিশ্বকাপ জেতার আনন্দে পুরো দলকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি।

নিজের ও রাজপুত্র ফিলিপের পক্ষ থেকে এক বিবৃতিতে রানি বলেন, ‘প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলকে এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

অবশ্য হেরে যাওয়া দল নিউজিল্যান্ডের জন্য সহমর্মিতা প্রকাশ করতেও ভোলেননি রানি, ‘রানার্স-আপ নিউজিল্যান্ডের জন্য সহমর্মিতা রইলো। তারা অত্যন্ত দায়িত্ব ও পরিশ্রমের সঙ্গে খেলাটি শেষ করেছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/ডিএইচ)