গরুর মৃত্যুতে ৮ সরকারি কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ১৪:৪৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের উত্তরপ্রদেশে গরুর মৃত্যুর ঘটনায় ৮ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে কট্টর হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ সরকার৷ অযোধ্যা ও মিরজাপুর জেলায় সম্প্রতি বেশ কয়েকটি গরুর মৃত্যু হয়৷ তারপরই এই সিদ্ধান্ত নেয় যোগী সরকার৷

সরকারি পরিচালিত গোশালায় এই গরুগুলির মারা যাওয়ার ঘটনা ঘটার পর রীতিমত কমিটি গড়ে গো-মৃত্যুর তদন্ত করার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয় রাজ্যের অন্যান্য জেলায়৷ সরকার পরিচালিত গোশালাগুলির পরিকাঠামো ও ব্যবস্থা খতিয়ে দেখার কড়া নির্দেশিকা জারি হয়৷

কেন গরুগুলি মারা যাচ্ছে, তা খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করে কমিটি৷ সেই রিপোর্ট দেখেই ৮ সরকারি কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন যোগী আদিত্যনাথ৷

তবে রিপোর্ট বলছে, গাফিলতি নয়, বেশিরভাগ গরু মারা গিয়েছে বজ্রপাত ও বৃষ্টিতে৷ তবে কিছু গরুর মৃত্যুর পিছনে অনাহার ও অপুষ্টির তথ্যও উঠে এসেছে রিপোর্টে৷

২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে গো-রক্ষা ও গো-পালনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়৷

কয়েক মাস আগে রাস্তার গরুরা খেতের ফসল নষ্ট করছে বলে একাধিক অভিযোগ পায় সরকার৷ গ্রামবাসীরা রাজ্যের বিভিন্ন জায়গায় সেই গরুদের আটকে রেখেছে বলেও অভিযোগ ওঠে৷ তারপরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গোশালা নির্মাণের সিদ্ধান্ত নেন যোগী আদিত্যনাথ৷

ভারতে মূলত দুধ উৎপাদনের জন্য গরু পালন করা হয়। গরুতে দুধ দেওয়া বন্ধ করলে সেগুলোর গলা থেকে বাধন খুলে দেয় মালিক। এসব গরু পরে মালিকহীন হয়ে পড়ে। তারা দলে দলে মাঠে-ঘাটে ঘুরে বেড়ায় এবং ক্ষেতের ফসল খেয়ে ফেলে।

ঢাকা টামইস/১৫জুলাই/একে