পোড়ানো হলো ১৭ কোটি টাকার ‘কারেন্ট জাল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ১৫:০১

মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে জব্দ করা সব জাল পুড়িয়ে ফেলা হয়।

সোমবার কোস্টগার্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই রাতে মুন্সিগঞ্জের পাগলা স্টেশন একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে নওগাঁ ও মুক্তারপুর ব্রিজ এলাকায় তিন টেক্কা মার্কা ও আল-মদীনা ফ্যাক্টরি থেকে ৮৬ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দ করা কারেন্ট জালের মূল্য প্রায় সতের কোটি বিশ লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আল-মদীনা ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিন টেক্কা মার্কা ফ্যাক্টরিতে সবাই পালিয়ে যায়। জব্দকৃত জাল ও জাল তৈরির সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঢাকাটাইমস/১৫জুলাই/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :