মেহেরপুরে মরিচের কেজি ১৫০

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৬:৪৯ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ১৬:৪৮

দেশের বিভিন্ন জেলায় বন্যা শুরু হওয়ায় তার প্রভাব পড়েছে মেহেরপুরের কাঁচা বাজারে। চার দিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহে যে মরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়, সেই মরিচ সোমবার পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। আর হাত বদল হয়ে খুচরা বাজারে মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দামে। হঠাৎ মরিচের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, এই সময় বগুড়া, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলা থেকে মেহেরপুরে মরিচ আমদানি হয়। কিন্তুু বন্যার কারণে কয়েকদিন ধরে চাহিদার তুলনায় কম মরিচ আসছে, বাজারে চাহিদা বেশি থাকায় দাম বেড়ে গেছে। তাছাড়া মেহেরপুরে স্থানীয়ভাবে চাষ করা মরিচের উৎপাদন কম হয়েছে, ফলে মরিচের দাম বেশি হচ্ছে। তবে মেহেরপুরের মরিচ বাজারে এলে দাম কমে যাবে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :