বিনোদন পার্কে রাইডের তার ছিঁড়ে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৮:০১ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ১৭:২০

ভারতের গুজরাটে একটি বিনোদন পার্কে রাইডের তার ছিঁড়ে উঁচু থেকে পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২৯ জন। রাইডটি প্রায় ২০ ফুট উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ে।

রবিবার বিকালে আহমেদাবাদ শহরের বালতটিকা বিনোদন পার্কে এ দুর্ঘটনা ঘটে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুসারে, উপরে চড়ার একটি রাইডে ৩১ জন আরোহী ছিল। হঠাৎ রাইডের ক্যাবল ছিঁড়ে যায়। এ কারণে দুর্ঘটনা ঘটে।

সুপারস্টার বিনোদন প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান রাইডটি তাদের কাছে সরবরাহ করে। দুর্ঘটনার পর পর কর্তৃপক্ষ পার্কটি বন্ধ করে দেয়।

ইতিমধ্যে, রাইড সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ মামলা করেছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতিও করেছেন। আহতদের বিনা চিকিৎসার জন্য আহমেদাবাদ পৌরসভার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

গত ১৮ জুন ভারতের দক্ষিণ প্রদেশের কর্নাটকের একটি বিনোদন পার্কেও তাঁর ছিঁড়ে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল।

ঢাকাটাইমস/১৫জুলাই/আরআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :