কারণ ছাড়াই বাড়ছে এসইএমএল ফান্ডের দর

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ১৭:৩৬

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর কোনো কারণ ছাড়াই বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ৩ জুলাই ফান্ডটির ইউনিট দর ছিল ১০ টাকা। আর ১১ জুলাই ফান্ডটির ইউনিট দর দাঁড়ায় ১৭.৬০ টাকা। অর্থাৎ ছয় কার্যদিবসে ফান্ডটির ইউনিট দর ৭.৬০ টাকা বা ৭৬ শতাংশ বেড়েছে।

ফান্ডটির ইউনিট দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিকে নোটিশ দিলে কর্তৃপক্ষ ১৪ জুলাই ডিএসইকে জানায়, ইউনিট দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ঢাকাটাইমস/১৫জুলাই/মোআ