ইয়ামাহা ‘এমটি ফিফটিন’র প্রথম ডেলিভারি উদযাপন

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ১৮:১০

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

মোটরসাইকেল জগতের অন্যতম ব্র্যান্ড ইয়ামাহার নতুন মডেলের নেকেড বাইক ‘এমটি ফিফটিন’ বাজারে এনেছে এসিআই মোটরস মাস্টার অফ টর্ক নামে পরিচিত। তরুণদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই বাইকটির প্রথম ডেলিভারি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

গত ১৩ জুলাই এসিআই মোটরসের অন্যতম থ্রিএস ডিলার পয়েন্ট- ‘ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর’ এবং ফ্ল্যাগশিপ সেন্টার ‘ইয়ামাহা থ্রিএস সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর ডেলিভারি উদযাপন করা হয়।

১৫৫ সিসির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি’এর ইঞ্জিন যা এমটি ফিফটিন বাইকটিকে করে তুলেছে আরও পাওয়ারফুল। এর নেকেড লুক, সিঙ্গেল কার্ভড সিট, আপরাইট সিটিং পজিশন এবং পাওয়ারফুল টর্ক এসেই সাড়া ফেলেছে তরুণ বাইকারদের মধ্যে। এছাড়াও এর হেডলাইট এর বোল্ড এবং রোবোটিক লুক এই বাইকটিকে করে তুলেছে আরও স্টাইলিশ। এসিআই মোটরস্ বর্তমানে এমটি ফিফটিন এর দুটি কালারই বাজারজাত করছে- ডার্ক ম্যাট ব্লু এবং মেটালিক ব্ল্যাক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (সেলস) শামিম আহমেদ, এবং এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকাটাইমস/১৫জুলাই/ইএস