ডেঙ্গু হলে কল দিন, স্বাস্থ্যকর্মী বাসায় যাবে: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটিতে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হন তাহলে হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিয়ে জানালে স্বাস্থ্যকর্মী বাসায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসাসেবা পক্ষ-১৯’ উদ্বোধন অনুষ্ঠানে নগরবাসীর প্রতি তিনি এ অনুরোধ জানান।
মেয়র বলেন, ‘স্বাস্থ্যকর্মীরা আপনার বাসায় পৌঁছে যাবেন। তারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেবেন। শুধু ডেঙ্গু রোগী নয়, যদি আবহাওয়াজনিত কোনও রোগ যেমন, সর্দি-জ্বর এ ধরনের কোনও রোগ হয়, সেগুলোরও প্রাথমিক চিকিৎসা দেবে আমাদের মেডিক্যাল টিম। কিন্তু অনুরোধ আতঙ্কিত হবেন না।’
মেয়র বলেন, ‘যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬৮টি মেডিক্যাল টিম গঠন করেছি। এ মেডিক্যাল টিম আমাদের ৪৭৬টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ প্রদান করবে। যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা মনে করেন, কোনও রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তাহলে আমাদের মহানগর জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে তাদের বিনামূল্যে ভর্তি করা হবে।’
‘ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেটি গত দুই-তিন বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ঘাবড়ে যাওয়ারও কারণ নেই।’
‘বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছেন শতকরা ৯৭ থেকে ৯৯ ভাগ রোগী সামান্য জ্বরে আক্রান্ত হয় এবং ৭ থেকে ১০ দিনের মধ্যে তা সেরে যায়। তাই নাগরিকদের বলবো, আপনারা সচেতন থাকবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে।’
সাঈদ খোকন বলেন, ‘গত ১ জুলাই থেকে প্রতিটি পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে মশার ওষুধ ছিটানো হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ চলছে। ইমামদের খুতবার সময় মুসল্লিদের সচেতন করতে বলা হয়েছে। ধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠানকেও নির্দেশনা দেওয়া আছে।’
মেয়র বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মোতাবেক চলতি বছর ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন। তার মানে এই নয়, এসব রোগী ডিএসসিসি কিংবা ডিএনসিসি এলাকার। এ তথ্য সারা বাংলাদেশের। কারণ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ডিএসসিসি এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫২ জন। চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। আমরা আশা করছি, এ রোগীরাও দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন।’
‘জানুয়ারি থেকে জুলাই তিনজনের মৃত্যু’
সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থা রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তথ্য মতে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন জানিয়ে মেয়র বলেন, ‘কিন্তু দুই-একটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলছে, এ রোগে মারা গেছে ১১ জন, যা অত্যন্ত দুঃখজনক। তাই গণমাধ্যমকর্মীকে অনুরোধ করছি, তারা যেন সমর্থিত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করেন।’
‘একইসঙ্গে নির্বাচিত মেয়র হিসেবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না। দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গু মশা নিধনে বাসা-বাড়িতে মশক নিধন কর্মীরা যাবেন। তাদের বাসা-বাড়িতে ঢোকার অনুমতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

‘কৃষিই অর্থনীতির প্রধান হাতিয়ার’

৬০ টাকায় ভেজাল সার কিনে ২১৫ টাকায় বিক্রি!

উত্তরায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডে পরিচ্ছন্নতায় জোরদার

কেরানীগঞ্জে কারখানায় আগুনে নিহত ১, দগ্ধ ৩৪

হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন

বনানীতে চীনা যুবকের মাটিচাপা লাশ উদ্ধার

‘বইয়ে গরুর রচনার বদলে ট্রাফিক আইন অন্তর্ভুক্ত করুন’

বুধবার শাহজালালে বিমান ওঠা-নামা বন্ধ থাকবে দুই ঘণ্টা
