কিশোরগঞ্জের আট পৌরসভায় নাগরিক সেবা বন্ধ

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ২০:২৩

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

বেতন-ভাতা দাবিতে গত রবিবার (১৪ জুলাই) থেকে ভৈরব ও কটিয়াদী পৌরসভাসহ কিশোরগঞ্জের আটটি পৌরসভা ও দেশের ৩২৮টি পৌরসভায় সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের ঘোষণা না দেয়ায় তারা এই আন্দোলনে নামেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে ভৈরব থেকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ভৈরব পৌরসভার প্রধান প্রকৌশলী বাদশা আলমগীর।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী গতকাল দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিতে অংশ নেন। ফলে তাদের পক্ষে স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করা সম্ভব হবে না এবং নাগরিক সেবা প্রদান করাও সম্ভব হবে না। ঢাকায় অবস্থান কর্মসূচি পালনকালে শুধু পাইপ লাইনে পানি সরবরাহ চালু রাখা হবে।’

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএ)