উলিপুরে ট্রেন লাইনচ্যুত, আহত ১০

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ২০:৫৬

কুড়িগ্রামের উলিপুরে রমনা থেকে তিস্তাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে ১০ জন আহত হয়েছেন। অতি বৃষ্টির কারণে মাটি নরম হয়ে দেবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উলিপুর-চিলমারী সড়কে এক ঘণ্টা যান-চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের রেলঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে ৪১৬নং ডাউন রমনা থেকে তিস্তাগামী ট্রেনটি ওই স্থানে এলে উলিপুর-চিলমারী সড়কের উপর তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় উলিপুর-চিলমারী সড়কে যান-চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সহকারী নির্বাহী প্রকৌশলী সাঈদুর রহমান চৌধুরী বলেন, ‘অতিবৃষ্টির কারনে মাটি নরম হওয়ায় ওই জায়গা দেবে যায়। এছাড়া বগির হুইলের সমস্যা ও লাইনে পাথর না থাকায় ঘটনাটি ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :