খুলনায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ওপরে হামলা

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ২২:০৪

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস

খুলনার কয়রায় উপজেলার উত্তর বেদাকাশী ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হামলাকারীদের শাস্তির দাবিতে সোমবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আহত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

গত রবিবার রাতে এ হামলায় ছাত্রলীগ-যুবলীগের চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

হামলার শিকার ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘রবিবার সন্ধ্যায় তারা ইউনিয়ন ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে বসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। এসময় কয়রা উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি শরিফুল ইসলাম টিংকুর দুলাভাই কয়রা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ কাজলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। সেখানে উপস্থিত উত্তর বেদকাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি আশিকুজ্জামান রাহাত, যুগ্ম-আহবায়ক শাহিন, সদস্য ইমরান ও যুবলীগ নেতা হাফিজুল ইসলাম আহত হয়। গুরুতর আহত রাহাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএ)