ঘাটাইলে মুক্তিযোদ্ধা হাসান আলী হত্যার বিচার দাবি

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ২২:১২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. হাসান আলী রেজার  হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার স্থানীয় মুক্তিযোদ্ধারা উপজেলার মূল ফটকের সামনে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন, ঘাটাইল বিএনপির সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান লালন প্রমুখ।

গত ৮ জুলাই নিখোঁজ হওয়ার পর ১৩ জুলাই টাঙ্গাইলের লৌহজং নদীতে ভাসমান অবস্থায় মিঞা মো. হাসান আলী রেজার লাশ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএ)