হলে সিটের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ২২:৪৫

ঢাবি প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বিকালে ব্যানার নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ব্যবসায় অনুষদ ও লাইব্রেরির সামনে সিট না পাওয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে তারা বিভিন্ন হলের গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন বন্ধের দাবি জানান।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট প্রকট। প্রথম বর্ষে পড়ুয়া ৩০-৪০ জন শিক্ষার্থীরা হলগুলোর গণরুমে একত্রে গাদাগাদি করে থাকেন। গণরুমগুলো রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, হলের গেস্টরুমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্যাতন করা হয়। সেখানে শিক্ষার্থীদৈর রাজনৈতিক কর্মকাণ্ডে জোর করে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়।

গেস্টরুমে নির্যাতন বন্ধে প্রতিবাদকারীরা ছয়টি দাবি জানান।

এগুলো হলো- ১.প্রথম বর্ষ থেকে প্রশাসন কর্তৃক বৈধ সিট বরাদ্দ দিতে হবে। ২. সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। ৩. অবৈধভাবে সিট দখলকারিদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে। ৪. পলিটিক্যাল গণরুম বাতিল করতে হবে। ৫. গেস্টরুম নামক টর্চারসেল বন্ধ করতে হবে। ৬. পলিটিক্যাল রুমের নামে রুম দখল চলবে না।

ঢাকাটাইমস/১৫জুলাই/আরআর/ইএস