৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ১০:৪৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

শিগগিরই বাজারে আসছে চীনের রাইজিং স্টার হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির নতুন ফোন। মডেল মি এ থ্রি। ফোনটি বাজারে আসার আগেই এর তথ্য ও ছবি ফাঁস হয়েছে। এই ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। 
 
শাওমির নতুন ফোনটি অ্যানড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম চালিত। ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ শুরু করেছে শাওমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে ২৫ জুলাই চীনের বাজারে ফোনটি অবমুক্ত করা হবে। 

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে মি এ থ্রি ফোনের কনফিগারেশন প্রকাশ্যে এসেছে। সেখানে জানানো হয়েছিল কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট থাকছে। আরো থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটি বাজারে আসবে। 

সম্প্রতি মি ডটকম ফোরামে প্রকাশিত অফিসিয়াল পোস্টে  শাওমি জানিয়েছে ২৫ জুলাই চীনের পাশাপাশি পোল্যান্ডে অবমুক্ত করা হবে।

জিএসএমএরিনা ওয়েবসাইটে মি এ থ্রি ফোনের রিটেল বক্সের ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। তবে ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। 

মি এ থ্রি ফোনে থাকছে ৬.০৮৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।  ফোনটিতে ব্যাকআপের জন্য ৪০৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 

(ঢাকাটাইমস/১৬জুলাই/এজেড)