৩০০ কোটি টাকা আত্মসাৎ

এফআইসিএলের চেয়ারম্যান শামীম কবির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ১১:৪৮

৩০০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (এফআইসিএল) চেয়ারম্যান শামীম কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম টিম তাকে গ্রেপ্তার করে।

সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামীম কবিরের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ অন্যান্য ২৮টি মামলা রয়েছে। এছাড়াও ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চার বছর ধরে পলাতক তিনি ছিলেন।

গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কখন ও কোথা থেকে শামীম কবিরকে গ্রেপ্তার করা হয়ে সে ব্যাপারে কিছুই জানাননি তিনি। দুপুরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :