আনু মুহাম্মদের পরিবারের সদস্যদের গুমের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ১৪:০১

সুব্রত বাইনের পরিচয়ে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের পরিবারের সদস্যদের গুমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টায় একটি ফোন নম্বর (+৯১৮০১৭৮২২৭২৫) থেকে তাকে এই হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকাটাইমসকে হুমকির বিষয় নিশ্চিত করেছেন আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘সকালে একটি ফোন আসে আমার ব্যক্তিগত মোবাইলে। এ সময় সুব্রত বাইন পরিচয় দিয়ে চাঁদা চাওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার পরিবারের সদস্যদের গুমের হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয় কলকাতায় তার (সুব্রত বাইন) ছোট ভাইদের চিকিৎসার জন্য টাকা লাগবে। এই কারণে আমাকে টাকা দিতে বলা হয়’।

আনু মুহাম্মদ বলেন, ‘সুব্রত বাইনের পরিচয়ে টাকা চাইলে আমি টাকা দেব না জানাই। তখন আমাকে বলা হয় আপনি তো খিলগাঁও এলাকায় থাকেন। কিভাবে টাকা আদায় করতে হয় আমরা জানি’।

থানায় অভিযোগ দিয়েছেন কি-না জানতে চাইলে বলেন, ‘এর আগে অনেক হুমকি নিয়ে থানায় জিডি বা অভিযোগ করেছি। কোনসময় কিছু হয়নি। তাই জিডি’র উপর আস্থা হারিয়ে ফেলেছি। তবে নিয়মরক্ষার জন্য জিডি করব’।

হুমকির ব্যাপারে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস কুদ্দুস ফকির ঢাকাটাইমসকে বলেন, এখনও তিনি এ ব্যাপারে থানায় অভিযোগ করেননি। আর আমি তার বাসা কোথায় জানি না।

ঢাকাটাইমস/১৬জুলাই/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :