'কাটা'র যজ্ঞ শেষ হবে অচিরেই

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ১৪:২১

টোকন ঠাকুর

'কাঁটা' ছবিটি নির্মাণের এখন দ্বিতীয় ধাপ অতিক্রম করছে। এরপর ছবিটির তৃতীয় ধাপ আসবে, তখন ছবির পোষ্টার করা, সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট অর্জন করা...এই সব সম্পন্ন হবে!

এই সময়ে যারা ছবিটি দেখতে চেয়েই হয়তো বা জানতে চান, 'কবে মুক্তি পাবে? কবে দেখতে পাব ', তাদের অবগতির জন্যে জানাই, 'কাঁটা'র প্রোডিউচার কোনো ব্যবসায়ী নন, ফলে অর্থ ব্যবস্থার চাপটা নিয়েই কাজকে এগিয়ে নিতে হচ্ছে। একটি পিরিওডিক্যাল ছবি নির্মাণের ব্যয় সম্পর্কে কার কি ধারণা? গত ২০ বছরে আমি বাংলাদেশে নির্মিত ৩ টা ছবি দেখেছি, যেগুলো পিরিওডিক্যাল। আরো থাকতে পারে দু'একটি, তবে তা আমার জানা নেই, দেখা নেই। 'কাঁটা' ছবিতে ব্যবহৃত কোনো কিছুই সমকালীন নয়, সবই সিক্সটিজের, গত শতাব্দির।

কাঁটা প্রজেক্ট; নিঃসন্দেহে এটি একটি লড়াই, আমরা লড়াই করছি সময়ের সঙ্গে। এই সময়, যারা ছবির নিবিড় দর্শক, বিশ্বাস করি তারা বুঝবেন, কেন একটি ছবি নির্মাণে সময় লাগে? আর কী কী লাগে?

অর্থ, পরিশ্রম, সময়, মনোযোগ, ধৈর্য, মনোবল কত কি!

লাগে ভালোবাসা। দর্শকের ভালোবাসাতেই ছবি প্রতিষ্ঠা পায়। সারাক্ষণই মাথায় রাখতে হচ্ছে, আশু পরিশোধযোগ্য লোন আছে কি কি? সেগুলো কত দ্রুত পরিশোধ করা যায়।

'কাটা'র যজ্ঞ শেষ হবে অচিরেই, সব প্রশ্নেরও উত্তর মিলবে আশা করি।

টোকন ঠাকুর, পরিচালক_প্রযোজক, ‘কাঁটা