বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ১৫:০৩ | আপডেট: ১৬ জুলাই ২০১৯, ১৫:০৭

ফাতেমা আক্তার সাথি

জয় বাংলা

ফাতেমা আক্তার সাথি

--------------------------

আমি ধন্য এই সোনার বাংলায়

জন্ম নিয়েছি বলে।

আমি ধন্য এই মাতৃভাষায়

কথা বলতে পারি বলে।

সালাম জানাই শত শত

ভাষা শহিদদের প্রতি।

সারা বাংলার বিজয়ে রয়েছে

যাদের আত্মত্যাগের স্মৃতি।

প্রতি বছর ফুল দিয়ে আমরা

জানাই তাদের সালাম,

আজ তাদের রক্তের বিনিময়ে আমরা

মাতৃভাষা পেলাম।

শ্রদ্ধা জানাই জাতীর পিতা বঙ্গবন্ধু

শেখ মুজিবুর রহমানকে

৩০ লক্ষ্য শহীদ হয়েছিল যারা

৭ই মার্চের সেই ডাকে।

বহিঃশত্রুর থেকে দেশকে রক্ষা করবে

প্রতিজ্ঞা করেছিল সেদিন ৫ কোটি মিলে

রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব

তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব।

নতুন করে জন্ম দিয়ে

আমার বাংলা দেশে,

কোথায় হারিয়ে গেল পিতা

১৫ই আগস্টে সর্বশেষ।

যতদিন থাকবে এই বাংলার মাটি

আকাশ, বাতাস, জল

তুমি ছিলে, তুমি আছো

তুমি থাকবে আজীবন।

আমরা সবাই তোমার কাছে ঋণি

সবার মাঝে বেঁচে থেকো চিরদিনি

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু