মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় ২০ জন আহত

মুন্সীগঞ্জ প্রতিনধি
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ১৫:২০

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষের সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণে গুলিবিদ্ধসহ অন্য পক্ষের ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ও ঢালী কান্দিতে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- নোয়াদ্দা এলাকার রাজ্জাক শিকদার(৫২), নুরউদ্দীন (৫৫), সোলেমান (৪০), আকরাম (৩৭), আবু সায়েদ (৫০), রহমত উল্লাহ (১৭), আবুল কালাম (৩৫), মো. সুজন (৩৫), গৃহবধূ তাসলিমা (৫০), শাহনাজ (৩০), কলেজ ছাত্র মো. সাকিলসহ (১৯) ২০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ আকরাম ও নূর উদ্দীনকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য স্বপন দেওয়ান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউদ্দিন ঢালীর মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। তারই জেরে মঙ্গলবার ভোরে স্বপন দেওয়ানের নেতৃত্বে অর্ধশতাধিক লোক নোয়াদ্দা ও ঢালী কান্দি এলাকায় হামলা চালায়। এ সময় মেজবাউদ্দিন ঢালীকে না পেয়ে তারা এলাকার নিরীহ মানুষের উপর হামলা করে।

হামলার শিকার হওয়া স্থানীয়রা জানায়, সূর্য উঠার আগেই সন্ত্রাসী বাহিনীরা আমাদের উপর হামলা চালায়। তারা গবাদি পশুর উপরও হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা এর থেকে রেহাই চাই।

মেজবাউদ্দিন ঢালী জানান, ‘সকালে আমার এলাকার নিরীহ মানুষের উপর আচমকা হামলা চালায় স্বপন দেওয়ানের লোকজন। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।’

অন্যদিকে স্বপন দেওয়ান অভিযোগ করেন, ‘ভোরে আমি বাজারে আসলে আমার উপর হামলা চালানো হয়। পরে আমার লোকেরা পাল্টা হামলা চালায়।’

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/১৬ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :