মিজান-বাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২০:১৪ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ১৭:৩৯
ফাইল ছবি

ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদকের সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়ার পর সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ঢাকাটাইমসকে এই মামলার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে দায়ের করা এই মামলার নং-৪।

দুদক পরিচালক বাছির ডিআইজি মিজানকে মামলা থেকে বাঁচিয়ে দেয়ার জন্য ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনার সত্যতা প্রমাণে ডিআইজি মিজান একটি অডিও বার্তা প্রকাশ করেন। যেখানে ঘুষ লেনদেনের বিষয়টি স্পষ্ট হয়। আর পুলিশ কর্মকর্তা মিজান প্রকাশ্যেই স্বীকার করেন যে, তিনি মামলা থেকে বাঁচতে বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে প্রথমে সাময়িক বরখাস্ত হন দুদক পরিচালক। এরপর সাময়িক ভাবে বরখাস্ত এবং আটক হন ডিআইজি মিজান।

প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ পদে থাকা দুই ব্যক্তির মধ্যে ঘুষ লেনদেনের বিষয়ে অনুসন্ধান করে দুদক। আর এই অনুসন্ধানের প্রতিবেদনের ভিত্তিতে মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় সংস্থাটি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/কারই/ডিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :