উচ্ছেদ ঠেকাতে ধর্মীয় বর্ম!

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ১৮:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বুড়িগঙ্গা নদীর তীরে অব্যাহত উচ্ছেদ অভিযান রুখে দিতে একের পর এক কৌশল দেখিয়ে চলেছেন দখলদাররা। এবার উচ্ছেদ ঠেকাতে ধর্মীয় আচারকে বর্ম করেছিলেন ভবন মালিক। তবে তাতে সফল হতে পারেননি তিনি। দখল করা জায়গায় গড়ে তোলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে উচ্ছেদ অভিযানে।

আজ মঙ্গলবার নদীর পোস্তগোলা ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। সেখানেই দেখা মেলে এমন ওই চিত্র।

ছয়তলা একটি ভবনের সামনে লেখা মহিলা কবর জিয়ারতের স্থান। মহিলাদের কোরআন পড়ার স্থান। এরপর ভবন মালিক লিখে রেখেছেন ‘লাশ গোসল করানো হয়’।

কিন্তু উচ্ছেদ চালাতে গিয়ে বের হয়ে আসে আসল চিত্র। মহিলাদের কবর জিয়ারত, কোরআন পড়া এবং লাশ গোসল করানোর জায়গা হিসেবে ভবনের যে অংশকে পরিচয় করানোর চেষ্টা চলছিল তা মূলত একটি গোডাউল।

ভবনের ওই অংশটি ভাঙার পর দেখা গেল সেখানে উল্লিখিত লেখার কোনো আলামত নেই। বরং সেটি ওই ভবনের পুরনো মালামালে ঠাঁসা।

পরে নদীর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ভবনটি গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।

(ঢাকাটাইমস/১৬জুলাই/কারই/জেবি)