দ্রুত বাড়ছে কাপ্তাইয়ের পানি, ডুবছে নিম্নাঞ্চল

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ১৮:১৬

পাহাড়ি ঢল ও ভারতের মিজোরাম প্রদেশ থেকে নেমে আসা বৃষ্টির পানিতে দ্রুত বাড়ছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে প্লাবিত হচ্ছে বরকল, বাঘাইছড়ি, লংগদু উপজেলার হ্রদ তীরবর্তী অঞ্চলের গ্রামগুলো।

বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানান রোগ।

মঙ্গলবার কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, হ্রদে দ্রুত পানি বাড়ছে। পানি বাড়ার হার প্রতি ঘণ্টায় দশমিক শূন্য ৮ ফুট।

বর্তমানে সমুদ্র পৃষ্ঠ থেকে ১০৫.৭০ ফুট ওপরে পানি রয়েছে। যার সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। পানি আরেকটু বাড়লে বাঁধ ছেড়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তখন আরো ব্যাপক অঞ্চলে বন্য দেখা দিতে পারে। তবে, কর্তৃপক্ষ বলছে, এখনো কোনো পানি ছাড়ার নির্দেশনা আসেনি।

অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বলেন, বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে পানি ১০৭ ফুট এমএসএলের ভেতরে রাখা দরকার। না হলে আরো অনেক ক্ষয়ক্ষতি হবে।

কর্ণফুলী নদী হয়ে মিজোরামের পানি নেমে আসায় বরকলের আইমাছড়া, ভুষণছড়া, বড় হরিনা, সুবলং ইউনিয়ে প্রায় ১৯টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ঢলের পানিতে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। যার ফলে বরকল উপজেলার ইউনিয়নগুলোতে ত্রাণ সামগ্রী নেওয়া কঠিন হয়ে গেছে জানান জেলা প্রশাসক।

ঢাকাটাইমস/১৬জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :