‘বন্যার্তদের কষ্ট নিয়ে রাজনীতি করবেন না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ১৮:৩৬

বন্যা দুর্গত মানুষের কষ্ট নিয়ে রাজনীতি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’। একই সঙ্গে বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জোটের সমম্বয়ক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মার্কসবাদী’র সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বন্যা দুর্গতদের যথাযথ ত্রাণ সাহায্য দেওয়ার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দেশের বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের উজানে ভারতীয় এলাকায় এবং বাংলাদেশে প্রবল বর্ষণে দেশের চারটি নদী আববাহিকায় অব্যাহত পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ১৬টি জেলায় বন্যার পানি ঢুকে পড়েছে। ক্রমাগত আরও জেলা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের অধিবাসীদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের অতি দ্রুত ত্রাণ ও মানবিক সাহায্য পৌঁছে দেয়া এবং জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান, আশ্রয় কেন্দ্র স্থাপনের জন্য বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান।

জোটের প্রতিটি দল বন্যাদূর্গত মানুষের পাশে থাকবে সমাবেশে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের পাশাপাশি দেশবাসীকেও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানান বাম নেতারা।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নূরুল ইসলাম বাবুল, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম মাষ্টার, জাতীয় বিপ্লবী পার্টি'র কেন্দ্রীয় কমিটির সদস্য সজল, কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র মোস্তফা আল খালিদ কমরেড রফিকুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬জুলাই/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :