কুমিল্লা আদালতে নিরাপত্তা জোরদার

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ১৮:৪৪

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার আদালতপাড়ায় আসামিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আদালত অঙ্গনে প্রবেশের প্রধান ফটকে চেকপোস্ট বসানো হচ্ছে। আদালতে প্রবেশে বিচার সংশ্লিষ্টদের ব্যাগ, রিকশা, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন পুলিশ তল্লাশি করছে।

এদিকে হত্যার ঘটনায় রক্তের দাগ এবং আলামত সংগ্রহে সাময়িকভাবে ওই আদালত সরিয়ে নেওয়া হয়েছে।  

সোমবারের হত্যাকাণ্ডে মঙ্গলবারও আদালতে আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তবে আদালতে বিচার কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল।

কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জহিরুল ইসলাম সেলিম জানান, কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে তৃতীয় তলায় অবস্থিত ওই আদালতে আসামি হত্যার ঘটনায় রক্তের দাগ এবং কিছু আলামত রয়েছে। যার কারণে ওই আদালতটি একই ভবনের নিচ তলায় সাময়িকভাবে সরিয়ে নিয়ে যথারীতি বিচার কাজ চলছে। এছাড়া মামলা হওয়ায় পুলিশের তদন্তকাজও চলছে। তবে ওই ঘটনায় আইজীবী ও বিচার সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক কেটে গেছে। পুলিশি নিরাপত্তা আদালতে জোরদার করা হয়েছে।   

২০১৩ সালে কুমিল্লার মনোহরগঞ্জের কান্দি গ্রামে হাজী আবদুল করিম হত্যার ঘটনা ঘটে। সোমবার ওই মামলার জামিনে থাকা আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। বেলা ১১টার দিকে এ মামলার আসামিরা আদালতে প্রবেশের সময় ৪নং আসামি ফারুককে ছুরি নিয়ে তাড়া করেন ৬নং আসামি হাসান। এ সময় জীবন বাঁচাতে ফারুক বিচারকের খাস কামরায় প্রবেশ করেন। সেখানে হাসান প্রবেশ করে টেবিলের উপর ফেলে ফারুককে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ওই কক্ষের ফ্লোরে ফেলেও আঘাত করা হয়। গুরুতর আহত ফারুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি)