‘বৃক্ষের অপর নামও জীবন’

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ১৮:৪৫

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি বলেছেন, ‘বিশুদ্ধ পানির অপর নাম যেমন জীবন তেমনি বৃক্ষের অপর নামও জীবন। তাই মানব জীবনের অস্তিত্ব রক্ষায় যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ করতে হবে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি পৃথিবী ও মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীতা উল্লেখ করে বক্তৃতা করেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতি এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।
পরে কৃষক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি)