রোগীদের সঙ্গে প্রতারণায় সাত দালালের কারাদণ্ড

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ২১:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত র‌্যাব-২ এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংস্থাটির সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইলিয়াস হোসেনকে তিন মাসের, শাওন মৃধা, ওমর ফারুক জহিরুল ইসলাম জনি, ফয়েজুল্লা ও রেজাউল করিমকে এক মাসের এবং দুলালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধ দালালচক্র হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেয়।  তাদেরকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এর মাধ্যমে তারা অসহায় রোগীদের কাছ থেকে চিকিৎসার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের র‌্যাব-২ অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহারিয়ারর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক ও সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এএ/জেবি)