কাজিপুরে নাটুয়ারপাড়া রক্ষা বাঁধে ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ০৮:৫৪

যমুনা নদীর তীব্র স্রোতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া রক্ষায় নির্মিত দুটি বাঁধের বেশ কিছু অংশ ধসে গেছে। গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত নাটুয়ারপাড়া রক্ষা বাঁধের অন্তত চার শ মিটার এবং নাটুয়ারপাড়া খাসরাজবাড়ি সড়কের প্রায় আড়াই শ মিটার ধসে গেছে।

এছাড়া সদর উপজেলার রূপসার চর থেকে বালিয়াকান্দি পর্যন্ত রাস্তার একাংশ এবং চরপানাগাড়ি থেকে জজিরা যাবার একমাত্র রাস্তাটিও ধসে গেছে। এতে আতঙ্কে রয়েছেন ওই এলাকার মানুষ।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন জানান, যমুনার পানি তীব্র গতিতে বাড়ছে। পানির প্রবল স্রোতে গত রবিবার থেকেই নাটুয়ারপাড়া-খাসরাজবাড়ি সড়কে ধস দেখা দেয়।

মঙ্গলবার বাঁধটির প্রায় আড়াই শ মিটার ধসে গিয়ে দুটি অঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপরদিকে নাটুয়ারপাড়া রক্ষা বাঁধটির প্রায় চার শ মিটার ধসে গেছে। এতে ভাঙনের হুমকিতে রয়েছে ফুলজোড় গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম।

তিনি আরও বলেন, প্রায় প্রতিটি বাড়িতেই বন্যার পানি ঢুকে পড়েছে। এলজিইডির উঁচু সড়ক ছাড়া সবকিছুই পানিতে তলিয়ে গেছে। বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তার জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। ত্রাণ এলেই তা বিতরণ করা হবে।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাটুয়ারপাড়া-খাসরাজবাড়ি পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছিল। এছাড়াও দুই কিলোমিটার দৈর্ঘ্যর নাটুয়ারপাড়া রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। দুটি বাঁধেরই বেশ কিছু অংশ ধসে গেছে। ধসে যাওয়া স্থানে বালির বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :