প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১০:৩৬ | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১০:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষাবোর্ডগুলোর ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসময় আটটি সাধারণ বোর্ড ছাড়াও একটি কারিগরি ও একটি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তারাও পৃথকভাবে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।

এবার এইচএসসিতে সারাদেশে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবার জিপিএ-ফাইভ পেয়েছেন ৪৭ সহাজার ৫৮৬ জন। সে হিসেবে গতবারের চেয়ে এবার এইচএসসিতে পাসের হার ও জিপিএ ফাইভ দুটোই বেড়েছে।

গত বছর এইচএসসিতে গড় পাসের হার ছিল ৬৬.৬৪। আর জিপিএ ফাইভ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ১ এপ্রিল থেকে এএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় মে মাসের মাঝামাঝি সময়ে। এবছর ১০টি বোর্ডের অধীনে ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ের ১৩ লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র এবং ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী। দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :