এইচএসসি ও সমমানে পাস ৭৩.৯৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:৫০ | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১০:১৩
ফাইল ছবি

২০১৯ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-ফাইভ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-ভাইভ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার ও জিপিএ-ভাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ফলাফলের সারসংক্ষের তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী আটটি সাধারণ শিক্ষাবোর্ডে পাস করেছে ৭১ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী। মোট জিপিএ-ফাইভ পেয়েছেন ৪১ হাজার ৮০৭ জন।

মাদ্রাসা বোর্ডে পাস করেছে ৮৮ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-ফাইভ পেয়েছে দুই হাজার ৫৪৩ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২। জিপিএ ফাইভ পেয়েছে তিন হাজার ২৩৬ জন।

গত ১ এপ্রিল থেকে এএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় মে মাসের মাঝামাঝি সময়ে। এবছর ১০টি বোর্ডের অধীনে ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ১৩ লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র এবং ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী। দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :