ট্রফি ভাগ করার দাবি নিউজিল্যান্ড কোচের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১০:২৪

একজন মহাকাব্যের ট্র্যাজিক নায়ক। অন্যজনের মাথায় বিজয়ীর মুকুট। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ছবি এখন এমনই। নিউজিল্যান্ডে যেমন তাঁদের বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড়দের নিয়ে যে উৎসব হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে।

আর বিশ্বজয়ী ইংল্যান্ডে জোর জল্পনা, বেন স্টোকসকে নাইটহুড দেওয়া নিয়ে। মঙ্গলবারই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। গোটা দেশেই এখন উৎসবের আবহাওয়া।

এরই মধ্যে, নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডের একটি উক্তি নিয়ে বিশ্ব ক্রিকেটে হইচই। বিতর্কিতভাবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেড বলেছেন, বিশ্বকাপে যুগ্মজয়ী ঘোষণা করা যেত।

নিউজিল্যান্ডের কোচ বলছেন, ‘যখন তুমি সাত সপ্তাহ ধরে খেলছ এবং তারপরও দু’টো টিমকে ফাইনালে পৃথক করা যাচ্ছে না, তখন যুগ্মজয়ী হিসেবে দু’টি টিমের নামই ঘোষণা করা উচিত ছিল। বিশ্বকাপ জুড়ে এমন অনেক কিছু হয়েছে, তার মধ্যে এমন একটা সিদ্ধান্ত নেওয়া যেত হয়তো। তবে, এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমনটা করা হলে, তা হবে বড় প্রাপ্তি।’ সঙ্গে জুড়ে দিচ্ছেন, ‘সুপার ওভারে যেভাবে শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হল, তা কিছুটা হাস্যকর। সুপার ওভারকে টাইব্রেকারের মতো উত্তেজক করতে ব্যর্থ আইসিসি।’

শুধু স্টেড নন, নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেগ ম্যাকমিলানও বলছেন, ‘ট্রফিটা ভাগ করে দিলেই ভালো হত। আমি যা বলছি, তাতে ফাইনাল ম্যাচের ফল বদলাবে না। কিন্তু সাত সপ্তাহ ধরে এত বড় একটা মিটের পর এটা বলতেই হচ্ছে, ৫০ ওভার খেলার পর যখন দু’টো টিমের পারফরম্যান্স আলাদা করা যায় না, যখন সুপার ওভারেও তাদের মধ্যে পার্থক্য করা যায় না, তখন মনে হয় ট্রফিটা ভাগ করে দেওয়াটাই উচিত কাজ। যেটা সেদিন হয়নি। এর জন্য আমরা সবাই হতাশ। কিন্তু, কিছু করার নেই। খেলার নিয়ম তো মানতেই হবে।’

এরই মধ্যে, নিউজিল্যান্ড দলের দেশে ফেরার পর অনুষ্ঠান নিয়ে খানিক জটিলতা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ ডেভিড হোয়াইট বলছেন, টিম দেশে ফেরার পর একটা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সমর্থকদের কথা ভেবেই এটা আয়োজনের কথা ভাবা হয়েছিল। কিন্তু, প্লেয়াররা সকলে এক সঙ্গে ফিরছেন না, তাই এই পরিকল্পনা বাতিল করা হয়েছে।’

তিনি বলেছেন, ‘আমরা দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এই আয়োজনের পরিকল্পনা করি। প্রধানমন্ত্রীও তাতে মত দেন। কিন্তু এখন কিছু প্লেয়ার নির্ধারিত সময়ে দেশে ফিরছে, কিছু ক্রিকেটার ছুটি কাটাতে গিয়েছে। কেউ অন্য কোথাও খেলতে গিয়েছে। তাই আমরা এক সঙ্গে সবাইকে পাচ্ছি না। পরে সবাই একসঙ্গে দেশে এলে তখন আমরা কিছু অনুষ্ঠানের আয়োজন করব।’

(ঢাকাটাইমস/১৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :