ফাইনালে কেউ হারেনি: উইলিয়ামসন

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ১০:৪৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অবিশ্বাস্যভাবে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পরে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছিলেন, ‘এই হার লজ্জার। এভাবে আর কেউ যেন না হারে।’ এবার নিউজিল্যান্ড অধিনায়ক বলে দিলেন, ‘বিশ্বকাপের ফাইনালে কেউ হারেনি।’

উইলিয়ামসনের সঙ্গে একমত হওয়ার লোক অবশ্য অনেক পাওয়া যাবে। কেউ কেউ তো এমনও বলেছেন, সুপার ওভারও টাই হওয়ার পরে অবশ্যই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে যুগ্ম ভাবে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া উচিত ছিল। প্রথমে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ এবং পরে সুপার ওভারও টাই হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচে বেশি বাউন্ডারি মারায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড।

নিউজ়িল্যান্ড যেখানে ৫০ ওভারে ১৬টি বাউন্ডারি মেরেছিল, সেখানে ইংল্যান্ড মারে ২৪টি। কিন্তু বেশি বাউন্ডারি মারার এই নিয়মের সমালোচনাও করেছেন অনেকে।

নিউজিল্যান্ডের একটি রেডিও চ্যানেলকে উইলিয়ামসন বলেছেন, ‘দিনের শেষে দু’দলের মধ্যে কোনও তফাত ছিল না। ফাইনালে কেউ হারেনি। কিন্তু একজন চ্যাম্পিয়ন হয়েছে। সেটাই হল আসল ব্যাপার।’

‘অত্যন্ত ভদ্রলোক’ ক্রিকেটার বলে পরিচিত উইলিয়ামসন অবশ্য কোনও ভাবেই কাঠগড়ায় তুলতে রাজি নন আইসিসিকে। তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, প্রতিযোগিতা শুরুর আগেই তাঁরা সব নিয়ম জানতেন। নিয়ম নিয়ে প্রশ্ন করা হলে উইলিয়ামসন হেসে বলেন, ‘বিশ্বকাপ শেষে এই প্রশ্নটা যে আপনাদের করতে হবে আর আমাকে শুনতে হবে, এটা কেউ কখনও ভাবেনি। কিন্তু কী আর করা যাবে।’ তিনি যোগ করেন, ‘ম্যাচের শেষ মুহূর্তে আবেগ যখন টাটকা থাকে, তখন এই ধরনের ফল হজম করা খুব কঠিন হয়ে যায়। দু’দুবার চেষ্টা করেও দু’টো দলকে আলাদা করা যায়নি।’

(ঢাকাটাইমস/১৭ জুলাই/এসইউএল)