৯০৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪১টিতে সবাই ফেল

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ১২:৩০ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ১২:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৪১ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।

শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় এবার ৫০৯টি বেড়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৪০০টি। এছাড়া শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গতবার ছিল ৫৫টি। এবার সেই সংখ্যা কমে ৪১টিতে দাঁড়িয়েছে।

বুধবার ঘোষিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ কথা জানানো হয়েছে।

বুধবার সকালে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় ফলাফলের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি জানান, দশ শিক্ষা বোর্ডে এবার সব মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। তাদের মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ।

এর মধ্যে এইচএসসিতে আট সাধারণ শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-ফাইভ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন।

মাদ্রাসা বোর্ডে এবার পাস করেছে ৮৮ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ২৪৩ জন জিপিএ-ফাইভ পেয়েছে।

আর কারিগরি ও ভোকেশনাল বোর্ডে পাসের হার এবার ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর ৯০৯টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে।

ফলাফল হস্তান্তরের সময় সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পরে সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।

গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২১ মে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/বিইউ/এমআর)