আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১২:৪৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- স্লোগান ও ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।

মত বিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ উপজেলার মৎস্য উৎপাদন, ইলিশ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি, তাদের পুনর্বাসন ও খাদ্য সহায়তা প্রদানসহ সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :