সিলেটে পাসের হার ও জিপিএ-ফাইভ বেড়েছে

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১৬:১৯

সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-ফাইভ দুটিই বেড়েছে।

বোর্ডে এবার এবার পাসের হার ৬৭ দশমিক ৫ শতাংশ। গত বছরে এই হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। গত বছর ৮৭৩ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেলেও এবার পেয়েছেন এক হাজার ৯৪ জন।

এবারের পরীক্ষায় মোট ৭৬ হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫১ হাজার ১২৪ জন।

বুধবার দুপুর দেড়টায় বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। তিনি বলেন, ‘গত বছরের চেয়ে এবার সবদিকেই ফল ভাল হয়েছে। ফলাফল সন্তোষজনক।’

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় মধ্যে সিলেটে ৭০ দশমিক ৫৯, হবিগঞ্জে ৬৭ দশমিক ৮০, মৌলভীবাজারে ৬০ দশমিক ৯৬ ও সুনামগঞ্জে ৬৫ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

গত বছরের মতো এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভাল ফল করছে। ৩৪ হাজার ৬৪৯ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২২ হাজার ৪৯০ জন। অন্যদিকে ৪১ হাজার ৬০২ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৬৩৪ জন।

ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ আর মেয়েরা পাস করেছে ৬৮ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগের ভাল ফল

সিলেটে বোর্ডে এবারও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভাল ফল করেছে। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩ দশমিক ০২ শতাংশ, মানবিক বিভাগে ৬০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করলেও বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮৮ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী। আর এক হাজার ৯৪ জন জিপিএ-ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে ৯৪৪ জন।

শতভাগ পাস সাত কলেজে। কেউ পাস করেনি এমন কলেজ শুন্য।

সিলেট শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেয়া ২৮৫টি কলেজের মধ্যে সাতটি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। আর কেউ উত্তীর্ণ হতে পারেননি এমন প্রতিষ্ঠান নেই সিলেট শিক্ষাবোর্ডে।

কোন গ্রেডে কতজন উত্তীর্ণ

মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৯৪ জন। এছাড়া ‘এ’ গ্রেডে ৫ হাজার ৬২৮ জন, ‘এ মাইনাস’ গ্রেডে ৮ হাজার ৬২১ জন, ‘বি গ্রেডে’ ১৩ হাজার ৪৩৬ জন, ‘সি গ্রেডে’ ২০ হাজার ৮৩৩ জন ও ‘ডি গ্রেডে’ ১ হাজার ৫১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :