‘প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১৬:৪৩

তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে প্রযুক্তির নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবর্তনের ধারার সাথে সাথে চলতে হবে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমাদের খাপ-খাইয়ে নিতে হবে।’

বুধবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনেট হলে ‘আইসিটি বেসিকস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘দেশে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-ফাইলিংয়ের কাজ চালু হয়েছে। দেশের আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অফিস ম্যানেজমেন্টে ই-ফাইলিং সিস্টেম চালু হয়নি। দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় এর বিকল্পও নেই। কারণ একটি কেন্দ্রীভূত প্রশাসন দিয়ে বিশাল পরিসরের এই বিশ্ববিদ্যালয় পরিচালনা অসম্ভব। এ কারণেই এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্টাফকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।’

হারুন-অর-রশিদ বলেন, ‘এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতো সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে। যারা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেতো তারা এখানে ভর্তি হতো। এখন আর সেই সুযোগ নেই। এখন সেপ্টেম্বরের মধ্যেই আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ফেলি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে ম্যাটার অব চয়েজ অনুুযায়ী। যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়বে সিদ্ধান্ত নিয়ে এখানে ভর্তি হতে হবে।’

উপাচার্য বলেন, ‘২০১৩ সালের আগে এই বিশ্ববিদ্যালয়ের অনেক বদনাম ছিল। অনেক নেতিবাচক সংবাদ হতো গণমাধ্যমে। কিন্তু দীর্ঘ পরিকল্পনা আর নিরলস পরিশ্রমের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে এখন একটি জায়গায় দাঁড় করানো গেছে। এখন আর সেই বাদনাম নেই। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ইমেজ তৈরি করা হয়েছে। সবার কাছে এখন এটি সমাদৃত।’

ট্রেনিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রেনিং প্রোগ্রামের কোর্স উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ট্রেনিং প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :