এবার মধ্যাঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১৬:৪৪

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধির পরে এবার মধ্যাঞ্চলে বন্যার পানি আসতে শুরু করেছে। বুধবার সকাল ৬টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফরিদপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া আড়িয়ালখা, মধুমতি, কুমারে পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের পানি প্রবেশ করেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ১২ ঘণ্টায় পদ্মার পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন ৮.৭৫ সেন্টিমিটার দিয়ে প্রবেশ করছে। জেলার সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় পদ্মার পানি প্রবেশ করেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, যেভাবে পানি বাড়ছে তাতে দুই-একদিনের মধ্যে জেলার বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :