দুর্গাপুর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১৬:৫৮

রাজশাহী দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেবকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসপি মো. শহীদুল্লাহ ওসি মোতালেবকে স্ট্যান্ড রিলিজ করেছেন। তাকে পুলিশ সুপার কার্যালয়ে বদলি করা হয়েছে। তিনি বুধবার দুপুরেই এসপির কার্যালয়ে যোগদান করেছেন। ‘জনস্বার্থে’ তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এ মুখপাত্র।

রাজশাহীর দুর্গাপুরের মহিপাড়া এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী সোহেল রানা সম্প্রতি দেশে ফেরেন। এরপর তিনি তার স্ত্রী শিমু ইয়াসমিন লিপিকে পেটে লাথি দিয়ে তার গর্ভপাত ঘটান। এ ঘটনায় লিপি মামলা করতে গেলে ওসি মোতালেব তা নেননি। বরং নির্যাতিত লিপি এবং তার পরিবারের সদস্যদের বিষয়টি মীমাংসা করে নিতে চাপ সৃষ্টি করেন। এছাড়া ওসির বিরুদ্ধে ‘উৎকোচ’ নিয়ে সোহেলকে দেশ ছাড়তে সহযোগিতা করার অভিযোগ ওঠে। সম্প্রতি ওসি মোতালেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের সাথে গোপন বৈঠক করারও অভিযোগ ওঠে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :