বিএসএমএমইউতে ক্যান্সার মিশন ফাউন্ডেশনের যাত্রা শুরু

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ১৮:২৬ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ২০:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সার মিশন ফাউন্ডেনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১ টায় বিএসএমএমইউর ই-ব্লকের তৃতীয় তলায় ইপনা অডিটোরিয়ামে আলোচনা সভা ও লোগো উন্মোচনের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ “ক্যান্সার মিশন ফাউন্ডেশনের” সফলতা কামনা ও প্রয়োজনীয় সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, সেবার মাঝেই মহান স্রষ্টার সন্তুষ্টি নিহিত রয়েছে। চিকিৎসা সেবার চাইতে মানুষকে সেবার দেয়ার এত বড় মাধ্যম আর নাই। চিকিৎসা পেশাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষাসহ বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নতি লাভ করেছে। বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্গম হিমালয় শৃঙ্গের মতো অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া “ক্যান্সার মিশন ফাউন্ডেশন”কে প্রয়োজনীয় সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ক্যান্সার একটি দুরারোগ্য রোগ এবং এর চিকিৎসাও ব্যয়বহুল। তাই এ ধরনের রোগীদেরকে সহায়তা করার সহমর্মিতা নিয়ে এগিয়ে আসাটা একটি মহতী উদ্যোগ। এই ধরনের উদ্যোগ ক্যান্সার আক্রান্ত রোগী ও রোগীর পরিবারের সদস্যদের একটি বিরাট প্রাপ্তি।

“ক্যান্সার মিশন ফাউন্ডেশন” ক্যান্সারে আক্রান্ত রোগীদের সেবা ও সহযোগিতায় সব সময় কাজ করে যাবে বলে অন্য বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল করিম (মানিক)।

ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হোসেন সরকার। সঞ্চালনা করেন ক্যান্সার মিশন ফাউন্ডেশনের ট্রেজারার সাদেক হোসেন বাবুল।

ঢাকাটাইমস/১৭ জুলাই/এএ/ইএস