নেত্রকোণায় সেপটিক ট্যাংকিতে দুই শ্রমিকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১৯:৫০

নেত্রকোণার দুর্গাপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে হাফিজ উদ্দিনের বাড়িতে ট্যাংকির ভেতরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা শান্তিপুর গ্রামের শাহজাহান ও মোস্তফা তালুকদার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাফিজ উদ্দিনের বাড়িতে গত দুই মাস পূর্বে নির্মাণ করে রাখা সেপটিক ট্যাংকিতে দুপুরে বাকি কাজ শেষ করতে প্রথমে শাহাজান ট্যাংকিতে নামে। তার কোনো সাড়া না পেয়ে মোস্তফা ট্যাংকিতে নামে।

কিছুক্ষণ পর তারও কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বন্ধ থাকা ট্যাংকিতে গ্যাস জমে বিষাক্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :