বুড়িগঙ্গায় আরও সাড়ে তিন একর ভূমি উদ্ধার

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ২০:২৪ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ২১:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র অব্যাহত উচ্ছেদ অভিযানের ৪৫তম দিনে উদ্ধার হয়েছে আরো সাড়ে তিন একর জায়গা। নদী তীরভূমির এই জায়গা উদ্ধার করতে সংস্থাটিকে ভাঙতে হয়েছে ৬১টি অবৈধ স্থাপনা।

বুধবার বুড়িগঙ্গা নদীর হাসনাবাদ থেকে দলেশ্বর হয়ে পানগাঁও পর্যন্ত নদীর দক্ষিণ তীরে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অভিযানে নদীর জায়গা দখল করে গড়ে তোলা একটি দোতলা পাকা ভবন, ছয়টি একতলা পাকা ভবন উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আরো ২৩টি আধা পাকা স্থাপনা ও ৩১টি টিনের ঘরসহ মোট ৬১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদকৃত মালামাল ৮৮ লাখ ২০ হাজার টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করা করেছে বিআইডব্লিউটিএ। এছাড়া নদী দখলের অভিযোগে দখলদার থেকে আরো দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এখন পর্যন্ত মোট ৪৫ দিনের অভিযানে ঢাকা নদীবন্দরের বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু নদীর তীরে গড়ে তোলা চার হাজার ৪১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার হয়েছে নদী তীরভূমিত প্রায় ১১৬ একর জায়গা।

বুধবার অভিযানের চতুর্থ পর্বের তৃতীয় পর্যায়ের তৃতীয় দিন শেষ হলেও এ পর্যায়ে আরো তিন দিন অভিযান পরিচালিত হবে।

আগামী ২২, ২৩ ও ২৪ জুলাই সকাল ৯টা থেকে মুন্সীখোলা থেকে পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, ধর্মগঞ্জ অভিমুখে নদী উদ্ধারে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন সংস্থাটির যুগ্ম পরিচালক।

ঢাকাটাইমস/১৭জুলাই/কারই/ইএস