পুরান ঢাকায় ভবন ধস: একজনের লাশ উদ্ধার

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ২১:১৫ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ২১:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুরান ঢাকার পাটুয়াটুলীতে ধসে পড়া জরাজীর্ণ দোতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম জাহিদুল ব্যাপারী (৬০) ।

বুধবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর দেড়টার দিকে ওই ভবন ধসে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন তারা। ধ্বংস্তূপের ভেতর নিহত জাহিদুল ব্যাপারীর ছেলে এখনো আটকা আছেন বলে স্বজনরা জানাচ্ছেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন দেবাশীষ বলেন, ধসে পড়রা ভবনের ভেতরে দুজন আটকা পড়েন বলে স্থানীয়রা জানায়। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জাহিদুলের ছেলে শফিকুল ব্যাপারী (১৮) এখনো ধ্বংসস্তূপের ভেতরে আছেন বলে স্বজনরা বলছেন। সে কারণে আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি।

স্থানীয়রা জানান, শত বছরের পুরানো এই ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল। তবে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন। আজ দোতলা ভবনের পুরোটাই ধসে পড়েছে।

সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের ওই দোতলা ভবনটির মালিকানা সরকারের কোনো সংস্থার বলে জানান কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান। তবে কোন কর্তৃপক্ষের সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

ঢাকাটাইমস/১৭জুলাই/ইএস