এরশাদের কুলখানিতে বিশিষ্টজনেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ২১:১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন।

কুলখানিতে সদ্য প্রয়াত এরশাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

কুলখানিতে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ, রাহাগির আল মাহি (সাদ এরশাদ), এরিক এরশাদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের পরিবারের পক্ষ থেকে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের জানাজায় লাখো মানুষ অংশ নিয়ে প্রমাণ করেছে পল্লীবন্ধুর প্রতি তাদের ভালোবাসা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি মুহূর্তে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জি এম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া করায় দেশবাসীর প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রনেতা নূর-ই আলম সিদ্দিকী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, সাবেক পানিসম্পদ মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাসিম উদ্দিন আল আজাদ, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. জাফর উল্লাহ চৌধুরী, জেপি সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ এতে শরিক হন।

এছাড়াও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবুল, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপিসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কুলখানিতে অংশ নেন।

বেশ কিছুদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থায় গত রবিবার সকালে এরশাদ ইন্তেকাল করেন। মঙ্গলবার তাকে রংপুরে পল্লী নিবাসে সমাহিত করা হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

নৈরাজ্য চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য: নুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :