‘ত্রাণ অপ্রতুল এটি মেনে নিতে পারছি না’

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ২১:৫৬ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ২২:৩০

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘মৌলভীবাজারে ত্রাণ অপ্রতুল বা দুর্গতরা ত্রাণ পাচ্ছে না- এটি মেনে নিতে পারছি না।’

তিনি বলেন, ‘মৌলভীবাজারে ৬৫০ মেট্রিক টন চাল ইতোমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে।’

বুধবার দুপুর ২টায় মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বন্যাদুর্গত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ  আরো ২০০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত মজুত রয়েছে ৪০৪ টন চাল। এছাড়া ৭ হাজার কার্টুন শুকনো খাবার, নগদ সাড়ে ৯ লক্ষ টাকা, গোখাদ্য, শিশু খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। তাই ত্রাণ অপ্রতুল নয়, বিতরণে হয়তো একটু দেরি হচ্ছে।’

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেন, ‘মৌলভীবাজারের মনু নদীর দুই পাশে ৮৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। এজন্য ১ হাজার ২ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা রয়েছে। আশা করি, এবছরের মধ্যে কাজ শুরু করা যাবে। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় থেকে কুশিয়ারা নদীর বাম তীর রক্ষার জন্য ৪৯৬ কোটির টাকার স্থায়ী প্রকল্প প্রণয়ন করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএ)